fbpx

প্রথমবারের মতো অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিয়েছে সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাস পরীক্ষায় অ্যান্টিবডি টেস্ট অনুমোদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থাৎ কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের এন্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা, তা জানতে কিটের মাধ্যমে পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার।

২৪ জানুয়ারি রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকদিন ধরে দাবি করা হচ্ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেয়ার জন্য। আজ থেকে এন্টিবডি টেস্ট চালু করার অনুমতি দেয়া হয়েছে।’

জাহিদ মালেক আরো জানান, ‘গত ২১ জানুয়ারি ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে। ২৫ জানুয়ারি সোমবার আরও ৫০ লাখ টিকা আসবে বলে আশা করা যাচ্ছে। টিকা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।’

উল্লেখ্য, শরীরে নির্দিষ্ট কোন রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা, সেটি পরীক্ষা করার জন্য শরীরের রক্তের নমুনা নিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হয়ে থাকে। এর মাধ্যমে কেউ করোনাভাইরাস বা অন্য কোন রোগে আক্রান্ত হয়েছিলো কিনা, সেটা বুঝতে পারা যায়।

Advertisement
Share.

Leave A Reply