fbpx

প্রথমবারের মতো সিনেমার শুটিংয়ে মহাকাশে রাশিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো সিনেমার শুটিংয়ের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন রুশ অভিনেত্রী ও এক পরিচালক।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ‘দ্য চ্যালেঞ্জ’ নামের চলচ্চিত্রের শুটিংয়ের জন্য অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড ও পরিচালক ক্লিম পিপেঙ্কো মঙ্গলবার মহাকাশের পথে যাত্রা করেন। বুধবার তারা মহাকাশের নির্ধারিত জায়গায় পৌঁছে গিয়েছেন। এই সফরে তাদের সাথে রয়েছেন আরও দুই জন পেশাদার নভচারী। ১২ দিনের মাথায় শুটিং সেরে আবার তারা পৃথিবীতে ফিরে আসবেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই সিনেমায় ইউলিয়া পেরেসিল্ড একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন। এক নভচারীর প্রাণ রক্ষার জন্য তাকে মহাকাশ স্টেশনে যেতে হয়। মহাকাশচারী অন্য ক্রুদেরও এই সিনেমায় দেখা যাবে।
ক্রেমনিলের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মহাকাশে আমরাই অগ্রপথিক। এখনও নেতৃত্ব দেয়ার মতো আত্মবিশ্বাস রয়েছে আমাদের।’

এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশে চলচ্চিত্র নির্মাণের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে পেছনে হটালো রাশিয়া। সেই সাথে মঙ্গলগ্রহ নিয়ে ধারাবাহিক নির্মাণের আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড ও পরিচালক ক্লিম পিপেঙ্কোর মহাকাশ যাত্রা মঙ্গলবার সরাসরি টেলিভিশনে প্রচার করেছে রাশিয়া।

 

Advertisement
Share.

Leave A Reply