fbpx

প্রথমবার শুভর সিনেমা দেখলেন তার মা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৩ বছরের ক্যারিয়ার ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভ। এতদিন পর্দায় যাকে দেখে বুঁদ ভক্তরা, তাঁকে এবারই প্রথমবার পর্দায় দেখলেন তাঁর মা খাইরুন নাহার।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার মাধ্যমে প্রথমবার ছেলে আরিফিন শুভকে সিনেমার পর্দায় প্রথমবার দেখলেন তাঁর মা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের সন্ধ্যার শো উপভোগ করেন তিনি। এ সময় মায়ের কাছে টিকিট কাউন্টার উপস্থিত থেকে নিজের সিনেমার টিকিট বিক্রি করতেও দেখা যায় শুভকে।

প্রথমবার মা সিনেমা দেখায় উচ্ছ্বসিত আরিফিন শুভ। নায়কের ভাষ্য, ‘মা আমাকে পর্দায় প্রথম দেখলো, সবাই জানানেন উনি মানসিক ও শারীরিকভবে অসুস্থ, তারপরও উনাকে নিয়ে এসেছি। মাকে আমার সিনেমা তাঁর জীবদ্দশায় দেখাতে পারলাম সেজন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।’

সিনেমা দেখে মা কী বলেছেন, ‘আমি উনার পাশে বসে সিনেমা দেখেছি। পাশে বসে কীভাবে দুবাই গেলাম সেটা জানতে চেয়েছে, কেন গোলগোলি করছি সেটা জানতে চেয়েছে…।’

শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে সিনেমা হলে চলছে ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, দর্শকদের ভালো সাড়া পাচ্ছেন তাঁরা।

সিনেমাটির জন্য নয় মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।’

পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply