fbpx

প্রথম টেস্টের আগে হাসপাতালে সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে উমরান মালিকের বাউন্সারে পিঠে বল লেগে কিছুটা ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে, সেসময় এক্স-রে করে কোনো সমস্যা ধরা পড়েনি।

বুধবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আরও একবার হাসপাতালে গেছেন দলের অধিনায়ক। মূলত, পেশিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটি পরিক্ষা করে দেখার জন্যই তিনি হাসপাতালে গেছেন।

এর আগে সোমবার ভারত দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের সাথে ট্রফি উন্মোচনে যোগ দিয়েছিলেন সাকিব। অনুশীলনে আসলেও নেটে ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি সাকিবকে। মঙ্গলবারও মাঠে এসেছেন ঠিকই, তবে অনুশীলন না করেই বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে হাসপাতালে গেছেন।

চোটের জায়গায় এখনও কালশিটে থাকায় এবং কিছুটা ব্যথা অনুভব করার কারণেই তাকে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply