fbpx

প্রথম টেস্টে থাকছেন না জিমি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অ্যাশেজ শুরুর একদিন আগে ইংলিশ সমর্থকদের জন্য মন খারাপ করা খবর। ব্রিসবেনে প্রথম টেস্টে খেলছেন না জেমস অ্যান্ডারসনও। অর্থাৎ গ্যাবার পেস সহায়ক পিচে লাল বলে ‘জিমি’র সুইং বোলিংয়ের প্রদর্শনী দেখা আপাতত হচ্ছেনা।

প্রথমে গুঞ্জন উঠেছিল হয়তো ৪০ ছুঁইছুঁই জিমি চোটে পড়েছেন। তবে মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে এক বিবৃতিতে জানানো হয়, চোট নয়, জিমিকে বিশ্রাম দেওয়া হচ্ছে প্রথম টেস্ট থেকে। যাতে অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টের আগে তিনি পূর্ণ সক্ষমতায় থাকেন। বয়স ও ফিটনেস বিবেচনায় অ্যান্ডারসন যে এই অ্যাশেজের সব টেস্ট খেলবেন না তা অবশ্য আগেই টের পাওয়া যাচ্ছিল।

অবশ্য ব্রিসবেনে অ্যান্ডারসনের স্ট্যাটও ‘অ্যান্ডারসনসুলভ’ নয় মোটেই। ৪ টেস্টে মাত্র ৭ উইকেট পেয়েছেন ৭৫ গড়ে। সেই তুলনায় অ্যাডিলেইডে জিমির রেকর্ড অনেক ভদ্রস্থ ২৯.৫০ গড়ে ১৬ উইকেট।

গ্যাবায় স্টুয়ার্ট ব্রডের সাথে ক্রিস ওকস নতুন বলে ইংল্যান্ডের জুটি হতে পারেন।

Advertisement
Share.

Leave A Reply