fbpx

প্রথম দিনেই সাড়ে ৪ কোটি টাকা ধার নিল ৫ ইসলামী ব্যাংক 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আমানত সংকটে পড়েছে দেশের ইসলামী ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক তাদের টাকা ধার দেওয়ার ঘোষণা দিয়ে পরিপত্র জারি করে। পরিপত্র জারির পরপরই মঙ্গলবার (৬ ডিসেম্বর) পাঁচ ব্যাংককে চার হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্যাংক পাঁচটি একই গ্রুপভুক্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গতকাল ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংককে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ টাকা বুধবার ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, সুকুকের বিপরীতে প্রথম দিনে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুকুকের বিপরীতে প্রয়োজনমতো টাকা নিতে পারবে ইসলামী ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংকের সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সুকুক বন্ড সিকিউরিটি রেখে ১৪ দিন মেয়াদে ধার নিতে পারবে এসব ব্যাংক। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকগুলোর তিন মাস মেয়াদি আমানতের সমান মুনাফা দিতে হবে।

দেশে বর্তমানে পূর্ণাঙ্গ শরীয়াহভিত্তিক ১০টি ব্যাংক রয়েছে। এগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

Advertisement
Share.

Leave A Reply