fbpx

প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দারুণ এক সেশন কাটাল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই দারুণ খেলা উপহার দিয়ে চলেছেন তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দুজন মিলে গড়েছেন ১৫৭ রানের জুটি, তাও আবার কোনো উইকেট না হারিয়েই!

নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেয়া ৩৯৭ রানের জবাবে এখন পর্যন্ত ২৪০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম সেশনেই দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা। আগের দিন ৩৫ রানে অপরাজিত থাকা তামিম ইকবাল আজ দিনের শুরুতেই ৭৩ বলে ফিফটি হাঁকিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তামিমের ৩২তম ফিফটি। শুরু থেকেই বেশ আগ্রাসী ভূমিকায় খেলতে থাকেন অভিজ্ঞ এই ব্যাটার। ৫৮.৫৫ স্ট্রাইক রেটে ১০ বাইউন্ডারির মাধ্যমে ১৫২ বলে এখন পর্যন্ত খেলেছেন অপরাজিত ৮৯ রানের ইনিংস।

অপরদিকে, তামিমের তুলনায় বেশ ধীরে-সুস্থেই ফিফটির পথে এগোতে থাকেন জয়। ১১০ বলে তুলে নেন ফিফটি। জয়ের আরো একটি ধৈর্যশীল ইনিংসের সাক্ষী হলো চট্টগ্রাম। বিরতিতে যাওয়ার আগে ৪৩.২৮ স্তারিক রেটে ১৩৪ বল খেলে অপরাজিত আছেন ৫৮ রানে, হাঁকিয়েছেন ৯ বাউন্ডারি।

নিজের ছোট্ট টেস্ট ক্যারিয়ারে ইতোমধ্যেই নিজের প্রতিভার জানান দিয়েছেন টাইগার টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়। চট্টগ্রাম টেস্টে খেলতে নামার আগের ৪ ম্যাচে এক সেঞ্চুরি এবং এক ফিফটিসহ করেছিলেন ২২৫ রান। এবার চট্টগ্রাম টেস্টেও দেখালেন নিজের ব্যাটিং সামর্থ্য। তামিম ইকবালের ফিফটির পর শ্রীলঙ্কার বিপক্ষে তিনিই হাঁকালেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। আর দেশের মাটিতে প্রথমবার!

এই প্রতিবেদন লেখা অব্দি, প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। তামিম ৮৯ রানে এবং জয় অপরাজিত রয়েছেন ৫৮ রানে।

Advertisement
Share.

Leave A Reply