fbpx

প্রবাসীদের রেমিটেন্সে প্রণোদনা বাড়িয়েছে সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রবাসী বাংলাদেশি কর্মীদের সুবিধা দিতে বছরের প্রথম দিন থেকে অর্থাৎ জানুয়ারি থেকে রেমিটেন্সে প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘নববর্ষের উপহার’ বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আজ শনিবার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেমিটেন্সে প্রদত্ত সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানোর ফলে এখন থেকে কোনো প্রবাসী যদি দেশে ১০০ টাকা পাঠায়, তাহলে তার সাথে ২ টাকা ৫০ পয়সা যোগ হয়ে মোট ১০২ টাকা ৫০ পয়সা করে পাবেন তার স্বজনেরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশবাসীর জীবনমানের উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব বিবেচনা করে সরকার মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাছাড়া, প্রবাসী শ্রমজীবী মানুষের বৈধ উপায়ে করা আয় যেন তারা দেশে পাঠাতে উৎসাহ বোধ করেন, সেজন্যও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, ২০১৯-২০ অর্থবছরে বৈধ পথে অর্থ পাঠানো উৎসাহিত করতে রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার।

Advertisement
Share.

Leave A Reply