fbpx

প্রথমবার বাংলাদেশি হত্যার বিচার করল সৌদি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো বাংলাদেশি হত্যার বিচার করল সৌদি আরব। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত বাংলাদেশি  আবিরন হত্যায় সৌদি এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির আদালতের রায়ে প্রধান আসামী গৃহকর্ত্রী আয়েশার মৃত্যুদণ্ড, গৃহকর্তা বাসেম সালেমের তিন বছরের কারাদণ্ড, সৌদি দম্পত্তির কিশোর ছেলেকে সাত মাসের জন্য কিশোর সংশোধনাগারে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে খুলনার পাইকগাছার মেয়ে আবিরন ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তাকে ২০১৯ সালের ২৪ মার্চ হত্যা করা হয়। আবিরনকে হত্যার দীর্ঘদিন পর বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সাহায্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তার মরদেহ দেশে নিয়ে আসা হয়।

এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে মানবাধিকার কমিশন। এরপরই আবিরনের পরিবারের পক্ষ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে গত বছর ১৬ ডিসেম্বর থেকে এর বিচারকাজ শুরু হয়। এরপর দেশটির আদালত আজ এ রায় ঘোষণা করে।

Advertisement
Share.

Leave A Reply