fbpx

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। কেউ যদি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রবিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁসের গুজবের সম্ভাবনা আছে। যারা গুজব ছড়াবে ও প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একটি চক্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব রটানোর চেষ্টায় আছে। মাদক দমনের মতো এ গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এসময় তিনি স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্রের বাইরে অযথা ভিড় না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বলেন, ‘অনেক অভিভাবক যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানছেন না। কেন্দ্রের বাইরে অযথা ভিড় করছেন। এটা খুবই দুঃখজনক।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’

এদিকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা মে-জুন নাগাদ হতে পারে বলে জানিয়ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘এ বছর করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে বিলম্ব হয়েছে। আগামী বছর এত বিলম্ব না হলেও যথাসময়ে নেয়া সম্ভব হবে না। বর্তমান করোনা পরিস্থিত স্বাভাবিক আছে।‘

দীপু মনি আরও বলেন, ‘এ অবস্থায় থাকলে আশা করছি, আগামী বছরের এসএসসি পরীক্ষা মে-জুন নাগাদ পরীক্ষা নেয়া সম্ভব হবে। এর আগে নেয়া মনে হয় না সম্ভব হবে। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।’

Advertisement
Share.

Leave A Reply