fbpx

প্রসঙ্গ ডিজিটাল নিরাপত্তা আইন, অপেক্ষায় রাখলেন আনিসুল হক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো পরিবর্তন বা সংশোধন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছু দিনের মধ্যেই তা দেখা যাবে।

শুক্রবার (৫ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘বিতর্কিত এ আইন পরিবর্তন বা সংশোধন করার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা আছে কি না।’

এর উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা কিছু দিনের মধ্যেই দেখবেন।’

আইনমন্ত্রী জংশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ‘আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।’

প্রসঙ্গ ডিজিটাল নিরাপত্তা আইন, অপেক্ষায় রাখলেন আনিসুল হক

আখাউড়া রেল জংশনে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

Advertisement
Share.

Leave A Reply