fbpx

প্রিয়জন কোথায় আছে, গুগল ম্যাপে জানবেন যেভাবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গুগল ম্যাপ আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে। পরিচিত বা অপরিচিত যে কোনো জায়গায় যেতে ম্যাপের জুড়ি নেই।

অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে, তা জানিয়ে দেয় গুগল ম্যাপ।

শুধু নিজেরই নয়, এই মানচিত্রে অন্যের অবস্থানও জানা যাবে এই ম্যাপ ব্যবহার করেই। বিশেষ করে আপনার পছন্দের মানুষের নিরাপত্তার খাতিরে তার অবস্থান আপনি ট্র্যাক করতে পারবেন।

তবে  কারো অনুমতি ছাড়া তাকে ট্র্যাকিং আইনগত অপরাধ। এজন্য যার অবস্থান ট্র্যাক করতে চান, আগেভাগেই তার কাছ থেকে অনুমতি নিয়ে নিন।

এবার চলুন জেনে নেই, কীভাবে গুগল ম্যাপে প্রিয়জনের অবস্থান ট্র্যাক করবেন।

১. প্রথম স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ ওপেন করুন।

২. এবার ডানদিকের একদম উপরের কোণে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

৩. লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করুন। যে ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ার করবেন সেই ব্যক্তিকে যুক্ত করুন।

৪. লোকেশন শেয়ারিং টাইম সেট করুন এবং শেয়ার করুন।

ডেস্কটপ থেকেও আপনি এই কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে-

১. যে ব্যক্তির লোকেশন শেয়ার করবেন, সেই ব্যক্তিকে আপনার গুগল কনট্যাক্টসে যোগ করুন।

২. গুগল ম্যাপ ওপেন করুন।

৩.  উপরের ডানদিকের একদম কোণে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন। সেখানে শেয়ার ইওর লোকেশন (Share Your Location) অপশন থাকবে। সেখানে ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন একাধিক কনট্যাক্টস। আপনার পছন্দের ব্যাক্তির নামের উপর ক্লিক করুন।

৪. সবশেষে তার কাছে লাইভ লোকেশন শেয়ার করুন।

Advertisement
Share.

Leave A Reply