fbpx

প্রেম, দ্রোহ ও আনন্দ নিয়েই মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রহেলিকার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন তারা। এ খবর ইতিমধ্যেই সবাই জানা।

নতুন খবর হচ্ছে, শুক্রবার (২ জুন) দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মুক্তি উপলক্ষে আড্ডায় মেতে ওঠেন মাহফুজ-বুবলী। পাশাপাশি ’প্রহেলিকা’ নিয়ে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তারা।

এ সময় মাহফুজ বলেন, ‘প্রহেলিকা’র গল্পটা আমরা এখনই ফাঁস করতে চাই না। এমনকি গল্পের ধারনাটিও বলতে চাই না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা। শুধু এতটুকু বলতে চাই সিনেমাটাও দেখুন। সুন্দর একটি গল্প পাবেন, প্রেম পাবেন, দ্রোহ পাবেন, আনন্দও পাবেন।’

অন্যদিকে বুবলী বলেন, ‘দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। এখানে আমার চরিত্রটির নাম অর্পা। সেই মেয়েটি দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে।’

সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘ইউনিটের সবাই সততার সঙ্গে নিজেদের শতভাগ দিয়ে একটা ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। কারণ, দর্শক এখন ভালো গল্পের সিনেমা দেখতে চান। প্রহেলিকা শব্দের অর্থ রহস্য। পোস্টারেও এর আঁচ পাওয়া গেছে। সে রহস্য জানার জন্য হলে আসতে হবে। দর্শকদের বলব, ঈদে আপনারা হলে সিনেমা দেখুন। শুধু প্রহেলিকা নয়, সব সিনেমা দেখার আহ্বান রইল।’

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিক’ সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ এবং সাবিহা জামান প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply