fbpx

‘ফর্মে ফিরতে হলে মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান। আপাতদৃষ্টিতে প্রথম ইনিংসের তুলনায় পরের ইনিংসে ব্যাটিং পারফরম্যান্স কিছুটা ভালো মনে হলেও বাস্তবতা ভিন্ন। সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান ছাড়া আর কেউই ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। এমনকি, সাকিব-সোহানও নিজেদের অর্ধশতককে বড় ইনিংসে পরিণত করতে পারেননি।

বারবার ব্যাট হাতে টাইগারদের এমন হতাশাজনক পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, ব্যাটারদের এই ব্যর্থতা যতটা না টেকনিক্যাল, তারচেয়েও বেশি আত্মবিশ্বাসের ঘাটতির জন্য হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাটাররা সবাই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন। ফর্মে ফিরতে হলে মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে। আমাদের বড় বড় ব্যাটার যারা আছে, মুমিনুল, শান্ত- অনেকেই আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার। এই মুহূর্তে ছেলেদের ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাস নেই।’

‘ফর্মে ফিরতে হলে মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে’

সাকিবের কাছেও আরো বেশি রান আশা করেছিলেন ডমিঙ্গো। ছবি: সংগৃহীত

শুধুমাত্র সমালোচনা করে কাজের কাজ কিছুই হবে না, ডমিঙ্গো এটা বেশ ভালোভাবেই বোঝেন। মূলত, বাংলার ব্যাটারদের কাছ থেকে আরো দায়িত্বশীল ব্যাটিং আশা করেন তিনি। এ ব্যাপারে ডমিঙ্গো জানান, ‘ব্যাটারদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। এ ম্যাচে এবং পরেরটির মধ্যে টেকনিক্যাল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সব রকমের সমালোচনা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্রিকেট বল খেলার দিকেই নজর দিতে হবে। হ্যাঁ, এগুলো করার চেয়ে বলা সহজ। তবে সেরা খেলোয়াড়েরা এসব করার সামর্থ্য রাখে।’

Advertisement
Share.

Leave A Reply