fbpx

ফারুকের দোয়া অনুষ্ঠানে অংশ নিলেন ডিপজল-মিশা-জায়েদ ও জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সদ্য প্রয়াত ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়া ভাই’খ্যাত নায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করেন তার পরিবার।

ফারুকের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী পাকা জামে মসজিদে আজ শুক্রবার (২৬ মে) জুম্মার নামাজ শেষ দোয়া অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে ঢাকা থেকে ৪ মণ মিষ্টি নিয়ে যোগ দেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, জায়েদ খান ও জয় চৌধুরী।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ মিয়া ভাই আমাদের প্রাণের মানুষ ছিলেন এখন আছে। আমি মনে করি কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। ধর্মীয় নিয়ম অনুযায়ী আজ পারিবারিকভাবে ফারুক ভাইয়ের দোয়ার আয়োজন করা হয়। যেহেতু ফারুক ভাইয়ের আমরা খুব কাছের মানুষ ছিলাম, তাই আয়োজনে আমরা থাকব না তা হয় না। আমরা গিয়েছিলাম, ডিপজল ভাই গ্রামবাসীর জন্য মিষ্টি নিয়েছিলেন।’

ফারুকের কবরে পুষ্পস্তাবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান এবং করব জিয়ারত করেন ডিপজল,মিশা, জায়েদ ও জয়।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেতা ফারুক মারা যান। পরের দিন তার মরদেহ ঢাকায় আনা হয় এবং জানাজা শেষে গাজীপুরের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

Advertisement
Share.

Leave A Reply