fbpx

ফিল্ম আর্কাইভে ‘মুখ ও মুখোশ’ সিনেমার চিত্রনাট্য হস্তান্তর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিলো ১৯৫৬ সালে। সিনেমাটি পরিচালনা করেছিলেন আব্দুল জব্বার খান।

সিনেমার অন্যতম প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ডা. জেসমিন জামান মুক্তির ৬৬ বছর পর ‘মুখ ও মুখোশ’ এর মূল চিত্রনাট্য, দুর্লভ স্থিরচিত্র ও পিয়ানো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করেছেন। সেগুলো গ্রহণ করেছেন আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর।

ডা. জেসমিন জামান বলেন, ‘দেশের প্রথম সিনেমা ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের এই দুর্লভ জিনিসগুলো এতদিন আমাদের কাছে ছিলে, আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করায় ফিল্ম মিউজিয়ামে সংরক্ষিত থাকবে এবং দেশের মানুষ জানতে ও দেখতে পারবেন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালসহ আরও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply