fbpx

ফেনীতে ফুড কারখানার আগুনে ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ছয় ঘন্টা চেষ্টার পর ফেনী স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কারখানাটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় অন্তত ৩০ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীদের। তাদের পাশাপাশি, সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মীরাও এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রণে আনতে।

বৃহষ্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ছয় ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

এদিকে স্টার লাইন ফুড প্রোডাক্টসের মহাব্যবস্থাপক রবিউল অগ্নিকান্ডের ঘটনায় কারখানায় ৩০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি জানান, বাজারে পাঠানোর জন্য প্রস্তুতকৃত কয়েক কোটি টাকার শুকনা খাদ্য ও যন্ত্রপাতি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, কারখানার ভেতরে সংরক্ষিত কার্টনগুলো থেকে আগুন লেগে তা দ্রুত দোতলা ও তিনতলায় ছড়িয়ে পড়াতেই সব পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও র‍্যাবও এসময় আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে।

এ ঘটনায় ফেনীসহ নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে।

Advertisement
Share.

Leave A Reply