fbpx

ফেরি চলাচল শুরু, স্বস্তিতে ঘরমুখো মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দু’দিন বন্ধ রাখার পর ঈদে ঘরমুখো যাত্রীদের বিড়ম্বনা কমাতে সব রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

আজ সোমবার (১০ মে) পাটুরিয়া-দৌলতদিয়া রুট, শিমুলিয়া-বাংলাবাজার, মাওয়া ঘাটে ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

মেজবাহ উদ্দিন বলেন, মূলত মানবিক বিষয় চিন্তায় রেখে মানুষের দুর্ভোগ কমাতেই ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ঈদ পর্যন্ত ফেরি চলাচল করবে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী সব রুটেই ঈদ পর্যন্ত ফেরি চলাচল করবে। অন্য কোন সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে পরবর্তীতে বিচার-বিবেচনা করেই তা নেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ফেরি ঘাটে চলাচলে কড়াকড়ির নির্দেশনা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। এ সময় ফেরি পারাপারের জন্য শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি কাজে ব্যবহৃত পরিবহনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, অতিরিক্ত যাত্রীর চাপে ফেরিগুলোতে অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপারে বিলম্ব হতে থাকে। এমনকি, ঘাটে আটকে থাকা বিভিন্ন ধরনের পচনশীল পণ্য নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। পাশাপাশি, যাত্রীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে উঠতে দেখা গেছে। এমন অবস্থায় আজ নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply