fbpx

ফের পেছালো এইচএসসির ফল ঘোষণার তারিখ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অধ্যাদেশের কারণে এইচএসসির ফল প্রকাশ করতে দেরি হচ্ছে। আগামী ১১ জানুয়ারি এ সংক্রান্ত অধ্যাদেশ  মন্ত্রিপরিষদ সভায় ওঠার কথা রয়েছে। সেখানে অনুমোদন হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা জারি করা হবে। ফলে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানুয়ারির শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিলেও অধ্যাদেশ জারি না হওয়ায় তা আটকে গেছে। এই অধ্যাদেশ চূড়ান্ত করতে ৪ জানুয়ারি মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের কথা থাকলেও সভা বাতিল হওয়ায় তা পিছিয়ে গেছে। তবে ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সভায় অধ্যাদেশটি অনুমোদন হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘অধ্যাদেশ অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। এরপর প্রক্রিয়াগত কারণে আইন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সে জন্য ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে।’

করোনার কারণে এবার পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ‘ডিসেম্বর মাসের মধ্যে মূল্যায়নের ফল ঘোষণা করা হবে।’

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনি বাধ্যবাধকতার কারণে শিগগিরই অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে। ফল তৈরি আছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করে ওই সপ্তাহে ফলাফল প্রকাশ কর হবে।’

কিন্ত মন্ত্রিপরিষদ সভায় তা এখন পর্যন্ত অনুমোদন না হওয়ায় এই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না।

Advertisement
Share.

Leave A Reply