fbpx

ফের বাড়ছে স্বর্ণের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বর্ণের বাজারে অস্থিরতা যেনো কোনোভাবেই কাটছে না। বিশ্ববাজারে টানা দরপতনের পর হুট করেই গেল সপ্তাহে এর দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি বেড়েছে রুপার দামও। তবে প্লাটিনাম দরপতনের মধ্যেই রয়েছে।

এরই রেশ ধরে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে বলে গণমাধ্যমকে জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি বলেন, ‘বিশ্ববাজারে দাম কমায় চলতি মাসে দেশের বাজারে আমরা দু’দফা স্বর্ণের দাম কমিয়েছি। তবে এখন বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে।’

এর আগে গত ১০ মার্চ ভরিতে স্বর্ণের দাম ২০৪১ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। নির্ধারিত স্বর্ণের নতুন দর অনুযায়ী, বাজারে এখন ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরি প্রতি ৬৯ হাজার ১০৯ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫৭ হাজার ২১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৬ হাজার ৮৯০ টাকা।

দেশে স্বর্ণের দাম কয়েক দফা কমানোর পর বিশ্ববাজারে এই দাম বাড়ার প্রবণতা দেখা গেল। শেষ কার্যদিবসে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২০ ডলার। ফলে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক শূন্য ৮ শতাংশ। আগের সপ্তাহে যার দাম ছিল ১ হাজার ৭২৬ দশমিক ৪২ ডলার। আর সপ্তাহ শেষে তা ১ হাজার ৭৪৫ দশমিক শূন্য ৭ ডলারে উঠে এসেছে।

এছাড়া বিশ্ববাজারে রুপার দাম বেড়েছে ১ দশমিক শূন্য ৭ শতাংশ। এখন প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৯ ডলার।

তবে পতনের মধ্যেই রয়েছে প্লাটিনাম। গেল সপ্তাহে এর দাম দশমিক ৬৯ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১১৯৬ দশমিক ৫০ ডলার।

Advertisement
Share.

Leave A Reply