fbpx

ফের বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আরেক দফায় বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি। করোনার কারণে এই ছুটি আরও ১৫ দিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শনিবার (৯ জানুয়ারি) জানিয়েছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আবারও এই ছুটি বাড়ানো হতে পারে। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লেও আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চলবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, ‘দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। স্কুল খোলার মতো অবস্থাও আসেনি। এজন্য ১৬ জানুয়ারির পর আবারও ছুটি বাড়াতে হতে পারে। তবে শিক্ষামন্ত্রী সরকারের সঙ্গে কথা বলে কতদিন ছুটি বাড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়। গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

Advertisement
Share.

Leave A Reply