fbpx

ফেসবুকে পদ্মার উল্লাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিজয়ের এই মাসে সারা দেশ যেন আরেক বিজয়োল্লাসে ভাসছে। কেননা দেশ এখন নতুন আরেক ইতিহাসের সাক্ষী হয়েছে। প্রমত্ত পদ্মার বুক চিরে নির্মিত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। যার ফলে মানুষ আনন্দে দিশেহারা হয়ে পড়েছে। তার প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখা দিচ্ছে।

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। ফলে অনেকেই পদ্মা সেতুকে নিজের চোখে দেখতে পারছে না। তাই বলে তারা উল্লাস প্রকাশে কোথাও কোনো কমতি রাখছেন না।

ফেসবুকের নিউজফিডই তার প্রমাণ। নিউজফিড স্ক্রল করলে দেখা যাচ্ছে, যে যেখান থেকে যেভাবে পারছেন, নিজের মনোভাব ব্যক্ত করছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন, নিজের অভিমত ব্যক্ত করছেন।

দেশের সর্বস্তরের মানুষ ফেসবুকে নানা ধরনের স্ট্যাটাস দিয়ে এই আনন্দ প্রকাশ করছে। যাদের মধ্যে রাজনৈতিক,বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, গৃহিনী- কেউই যেন বাকি নয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু! কোটি মানুষের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী।’
এসময় তিনি স্প্যান বসানোর কয়েকটি ছবি শেয়ার করেন।

জাহাঙ্গীরনগর বিস্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শেখ আদনান ফাহাদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘পদ্মা সেতু শুধু সেতু নয়; পুঁজিবাদী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের বড় বিজয়। ৭১ সালেও পশ্চিমা এই গোষ্ঠী পাকিস্তানের সাথে ছিল। পারে নাই। পদ্মা সেতু শুধু সেতু নয়; বিজয়ের নাম। বাংলাদেশের আত্ম-নির্ভরশীলতার প্রতীক।’

প্রথম আলোর সাবেক রিপোর্টার এবং ফ্রিল্যান্সার সাংবাদিক শরিফুল হাসান তার ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করে লিখেন, ‘একটা ছবি বলে দেয় বহু কথা। দেশি-বিদেশি বহু মোড়ল বহু কথা বলেছেন। কিন্ত বাংলাদেশ করে দেখিয়েছে। জাতীয় পতাকা হাতে বাঘের মতো চিৎকারে যেন সব জবাব উঠে এসেছে। আমার সাবেক সহকর্মী সাংবাদিক সত্যজিৎ ঘোষের তোলা এই ছবিটিই আজকের বাংলাদেশ। ডিসেম্বরের এই দিনে তাই চিৎকার করে বলাই যায় জয় বাংলা।’

জনপ্রিয় অভিনেত্রী তারিন তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেন ,
‘স্বপ্ন পূরণের দিন আজ অভিনন্দন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা অন্যের কাছে অসম্ভব , তা আপনার পক্ষেই সম্ভব। বিজয়ের মাসে পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন…।।’

ইফতেখার আলম মিলন নামে এক তরুণ তার ফেসবুক ওয়ালে লিখেন-

‌’Dear

World Bank

You are cordially invited to visit our Padma Bridge.

Thanks P.M.’

এভাবেই সর্বস্তরের জনতা এই আনন্দের জোয়ারের সাথে নিজেদের সংহতি প্রকাশ করে।

Advertisement
Share.

Leave A Reply