fbpx

বইমেলায় খায়রুল বাবুইয়ের ‘দুড়ুম’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় তরুণ লেখক খায়রুল বাবুইয়ের গল্পবই ‘দুড়ুম’।

ভিন্ন স্বাদের আটটি গল্প রয়েছে বইটিতে। গল্পগুলোর শিরোনাম, আয়নাবন্ধু, জোড়া হালি ডজন, বানরের হাতে আবানের বল, কর্ম-ফল, হাসেম কেন হাসে না, মাছি খেলছে কানামাছি, ভাষ্য স্যার এবং দুডুম।

খায়রুল বাবুই বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রযুক্তিপণ্য-নির্ভর হয়ে পড়ায় শিশু-কিশোরেরা ছাপা বই পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। কিন্তু সৃজনশীল বই পাঠের বিকল্প নেই। বছরব্যাপী সবাইকে এই চর্চার মধ্যে থাকা উচিত। রঙিন-স্বপ্নময় দুরন্ত শৈশব-কৈশোর কমবেশি আমাদের সবারই আছে। ‘দুড়ুম’ বইটি সব বয়সীদের পাঠ-উপযোগী। গল্পগুলো পড়ে আনন্দ পাওয়ার পাশাপাশি কল্পনার জগতকে আরও রঙিন করবে বলেই আমার বিশ্বাস।

বইটির প্রচ্ছদ করেছেন পলাশ সরকার। মুদ্রিত মূল্য ১২০ টাকা।
প্রকাশ করেছ ‘বাবুই প্রকাশ’। বইমেলায় বাবুই-এর স্টল : ২৬১ ঘ-ঙ (শিশু চত্বর)।

বইমেলা ছাড়াও পাঠকরা রকমারি ডটকম (হটলাইন : ১৬২৯৭), বইবাজার ডটকম (১৬৭০৫), অথবা ডটকম (০৯৬১৩-৮০০৮০০) এবং বাবুই (০১৭১৫-৩৩১০৯৮)-এ ফোন করে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন বইটি।

খায়রুল বাবুই। লেখক হওয়ার নিরন্তর ইচ্ছা আর স্বপ্ন ছিল তার। দীর্ঘদিন থেকে নানা ধরন ও আঙ্গিকের লেখা লিখছেন তিনি। বড়দের পাশাপাশি নিয়মিত লিখছেন শিশু-কিশোরদের জন্যও।

জন্ম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়; ১৮ ডিসেম্বর। বাবা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা; অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মা ছকিনা বেগম। পৈতৃক বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।

গ্রাম এবং শহরের আলাদা পরিবেশে যাপিত জীবনের দেখা-অদেখা, জানা-অজানা হরেক গল্প লিখে যেতে চান আজীবন; নিজের মতো করে।

সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন। দেশের বেশ কয়েকটি শীর্ষ দৈনিক ও টেলিভিশন চ্যানেলে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। দর্শকপ্রিয় অনেক টিভি রিয়েলিটি শো-র পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন তিনি। বর্তমানে সংবাদপত্র ও টেলিভিশন ঘিরেই চলছে পেশাগত ব্যস্ততা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭।

একনজরে খায়রুল বাবুই-এর সব বই

গল্পগ্রন্থ : তনুর সঙ্গে তিন রাত, রমরমা রম্য, টোকা, ফান-ই-গল্প।

শিশু-কিশোর গল্পগ্রন্থ : অদ ভূত বদ ভূত, ঠক ঠক, বুদ্ধির জোর, স্কুল যেতে ভয় নেই, গুলতি, সাদা প্রজাপতি, পরী ও নীল কলম, হেইয়ো, সাফারি পার্কে একদিন, এমন বাতাস কেমন বাতাস, মাটিবন্ধু, ঘোড়ার ডিমের ছাই ও দুড়ুম।

Advertisement
Share.

Leave A Reply