fbpx

বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজশাহীর চারঘাটের সরদহ স্টেশন থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেসের বগি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার রাত ৯ টা ৪৫ এর দিকে এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বাংলাবান্দা ট্রেনটি রাত ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের ওপর উঠে পড়ে।

এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে দুইটি লাইন ব্লক হয়ে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

রেলওয়ের জেনারেল ম্যানেজার আরও জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে যোগাযোগ চালু করবে। লাইন দুটি ক্লিয়ার না করা পর্যন্ত এই রুটে ট্রেন চলবে না। দুর্ঘটনার কারণে চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস এবং রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply