fbpx

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনব্যাপী অনুষ্ঠান  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত ১০ দিনব্যাপী এই অনুষ্ঠানে নানাভাবে  বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হবে। বিভিন্ন দেশের প্রধানগণ এতে অংশ নেবেন। এই আয়োজনের মূল থিম ‘মুজিব চিরন্তন’।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply