fbpx

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী।

আজ রবিবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় দিবসটি উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ছবি: এস এম গোর্কি ও আলতাফ হোসেন

এরপর ১৫ আগস্টে নিহতদের স্মরণে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে গিয়ে সেখানে কিছুক্ষণ ঘুরে দেখেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ছবি: এস এম গোর্কি ও আলতাফ হোসেন

পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

তারপর কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ছবি: ইয়াসিন কবির জয়

সকাল ৭টার পর দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলোকে শ্রদ্ধা নিবদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply