fbpx

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা ১১টা ৩৮ মিনিটে মোদী শ্রদ্ধা জানান।

তিনিই প্রথম বিদেশি সরকারপ্রধান, যিনি টুঙ্গীপাড়া সফর করছেন।

টুঙ্গিপাড়া পৌঁছানোর পর নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর সমাধির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। উপস্থিত সবাই তারপর দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে শেখ হাসিনা ও শেখ রেহানার উপস্থিতিতে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন মোদী। সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

দুপুরে ঢাকায় ফিরবেন নরেন্দ্র মোদী। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এরপর সেখান থেকে বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
Share.

Leave A Reply