fbpx

বঙ্গবন্ধুর ৪ খুনির ‘রাষ্ট্রীয় খেতাব’ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার (২ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। প্রকাশ করলেই জানা যাবে।

যাদের খেতাব বাতিল হচ্ছে, তাঁরা হলেন- ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম), মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম), রাশেদ চৌধুরী (বীর প্রতীক) ও মোসলেহ উদ্দিন খান (বীর প্রতীক)।

এর আগে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের ফাঁসির আদেশ দিলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও গেজেটে তাঁদের নাম থাকায় সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় বঙ্গবন্ধুর এই চার খুনির নাম থাকা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বলেও মনে করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

Advertisement
Share.

Leave A Reply