fbpx

বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা মালদ্বীপের প্রেসিডেন্টের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা মালদ্বীপের প্রেসিডেন্টের

স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট সলিহ। ছবি: মালদ্বীপ প্রেসিডেন্ট কার্যালয় টুইটার

আজ বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় প্রেসিডেন্ট ইব্রাহিম স্মুতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন। এরপর একটি বকুলগাছের চারা রোপণ করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা মালদ্বীপের প্রেসিডেন্টের

স্মুতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ইব্রাহিম। ছবি: মালদ্বীপ প্রেসিডেন্ট কার্যালয় টুইটার

বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা মালদ্বীপের প্রেসিডেন্টের

স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করেন প্রেসিডেন্ট সলিহ। ছবি: মালদ্বীপ প্রেসিডেন্ট কার্যালয় টুইটার

এরআগে, আজ সকাল সাড়ে ৮টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে প্রথম বিশ্বনেতা হিসেবে ঢাকায় আসেন তিনি।

বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা মালদ্বীপের প্রেসিডেন্টের

প্রেসিডেন্ট সলিহকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: মালদ্বীপ প্রেসিডেন্ট কার্যালয় টুইটার

বঙ্গবন্ধু ও শহীদদের প্রতি শ্রদ্ধা মালদ্বীপের প্রেসিডেন্টের

বিমানবন্দরে পৌঁছালে সেখানে প্রেসিডেন্ট ইব্রাহিমকে গার্ড অব অনার দেয়া হয়। ছবি: মালদ্বীপ প্রেসিডেন্ট কার্যালয় টুইটার

দুই বিশেষ অনুষ্ঠান উদযাপনের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট ইব্রাহিম। বিকেল সাড়ে ৪টায় এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদও উপস্থিত থাকবেন।

আজ ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত আয়োজনে অংশ নিতে আলাদা আলাদা সূচি অনুযায়ী ঢাকায় আরো আসবেন নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ভারতের রাষ্ট্র ও সরকার প্রধানসহ দেশ-বিদেশের অতিথিরা। আর ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের থিম হলো ‘মুজিব চিরন্তন’।

এদিকে সফরের নির্ধারিত সূচি অনুযায়ী বৃহষ্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম। সেখানে দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন তিনি। সেদিন দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের কথা রয়েছে। রাতে বঙ্গভবনের দরবার হল গ্রাউন্ডে রাষ্ট্রপতির আয়োজনে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

১৯ মার্চ শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের।

Advertisement
Share.

Leave A Reply