fbpx

বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রথমবারের মতো কুমির ছানার জন্ম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মতো ছয়টি কুমির ছানার জন্ম হয়েছে। গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছানার জন্ম হলেও পার্ক কর্তৃপক্ষ গতকাল তা গণমাধ্যমে প্রকাশ করে। ডিম থেকে ফুটে বের হওয়ার পরই ছানাগুলো পানিতে নেমে যায়।

কর্তৃপক্ষ আরো জানায়, সাফারি পার্কে বর্তমানে ১০টি লোনা পানির কুমির ও ছয়টি মিঠাপানির কুমির রয়েছে। যা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা। পার্ক প্রতিষ্ঠার পর বেশ কয়েকবার কুমির ডিম দিলেও তাতে ছানা ফুটেনি। তবে আশার আলো দেখা যায় গত ডিসেম্বরে। লোনাপানির একটি কুমির ডিমে তা দিলে ছয়টি ছানার জন্ম হয়। জন্মের পর ছানাগুলো কুমির বেষ্টনীর জলাধারে নেমে যায়।

বাংলাদেশে লোনাপানির কুমির এখন প্রায় দেখাই যায় না। মাঝেমধ্যে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে দেখা যায়। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইইউসিএন) ২০১৫ সালে বাংলাদেশে বিপন্ন প্রাণীর তালিকা করে, যেখানে লোনাপানির কুমিরকে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর পার্কের কুমির বেষ্টনীতে ছানার জন্ম হওয়া সত্যিই আনন্দের।’

Advertisement
Share.

Leave A Reply