fbpx

বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদ সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সেতু গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা।

এ যানজট শুধু মাত্র ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে সৃষ্টি হয়েছে। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক জানান, ঈদে ঘরফেরা মানুষ বহনকারী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সকাল থেকেই মহাসড়কে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট দেখা দিয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে।

এদিকে গতকাল রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ কারণে মহাসড়কের কিছু পয়েন্টে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছিল। মহাসড়কের পাচলিয়া, ঝাঐল ওভারব্রিজ, মফিজমোড় ও কোনাবাড়ি এলাকায় মহাসড়ক কিছুটা সরু হওয়ায় আজ ২৯ এপ্রিল (শুক্রবার) সকাল থেকেই পশ্চিম সংযোগ মহাসড়কের সেতু গোলচত্বর এলাকা থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply