fbpx

বঙ্গোপসাগরে জাহাজ ডুবে চার জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরে ডুবে গেছে এফভি যানযাবিল নামে একটি  মাছ ধরার জাহাজ। ২৩ জানুয়ারি শনিবার ভোরে সেন্ট মার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজডুবির ঘটনায় বেলা দুইটা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করছেন জাহাজের মালিক মোহাম্মদ আলী।

জাহাজের মালিক মোহাম্মদ আলী কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি জানান, সকালে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে জাহাজটি ডুবে যাওয়ার খবর পান তিনি। জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল। মাছ ধরার ওই জাহাজে ২৬ জন ছিলেন।

মাছ ধরার জাহাজ ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ পর্যন্ত ২২ জনকে  উদ্ধার হয়েছে বলেও জানান কোস্টগার্ডের ঢাকা অফিসের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।

Advertisement
Share.

Leave A Reply