fbpx

বঙ্গোপসাগরে লাইটারেজ জাহাজ ডুবি, নিখোঁজ ১২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সেখানে ১২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে সজল তন্ময়-২ জাহাজটি ডুবেছে। ঠিক কখন ডুবেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে ডুবেছে। সকাল সাড়ে ৯টার দিকে খবর পাওয়া গেছে।

আব্দুর রহমান আরও জানান, ‘জাহাজে থাকা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্ট গার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।‘

Advertisement
Share.

Leave A Reply