fbpx

বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি, নিখোঁজ তিন জেলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত কয়েকদিনের বৈরি আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত তিন জেলে নিখোঁজ রয়েছেন।

৪ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০ টার দিকে ঝড়ে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল থেকেই ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বনবিভাগ। দুবলার চরে প্রায় একশটি ট্রলার দিয়েও উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জান গেছে।

নিখোঁজ তিন জেলে হলেন, শাহিনুর রহমান (৩২), মো. মফিজুল (২৮) ও মিজানুর রহমান (৩০) তারা তিনজনই রামপালের গিলাতলা, ইসলামাবাদ ও সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে গত রাতে ঝড়বৃষ্টিতে দুবলার চরের প্রায় ২ কোটি টাকার শুটকির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply