fbpx

বনানীতে বাস উল্টে পথচারীর মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর বনানীতে ইমাম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন পথচারীর মৃত্যু হয়েছে।

১৩ জুলাই (বুধবার) সকাল সাড়ে ছয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পথচারীর নাম রঞ্জু (৩৫)। তার বাড়ি ফরিদপুরের রাজবাড়ীতে। সে ঢাকায় একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন।

ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে গাড়ির চালক পালিয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রঞ্জু শেখ পথচারী ছিলেন নাকি বাসের ভেতরেই ছিলেন বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুকু জেনেছি তিনি পথচারী ছিলেন। রঞ্জু শেখের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে বাসটি বেপরোয়া গতিতে ছিল, হয়তো হার্ট ব্রেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে ধারণা করছে পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply