fbpx

বনানী কবরস্থানে দাফন করা হয়েছে আব্দুল কাদেরকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ষীয়ান অভিনেতা আব্দুল কাদেরের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা আব্দুল কাদের। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

মৃত্যুর পর আব্দুল কাদেরের মৃতদেহ রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানে নিয়ে সেখানে গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর মিরপুর ডিওএইচএস এর বাসায়। বেলা সাড়ে ৩টা থেকে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখান থেকেই আব্দুল কাদেরকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং দাফন করা হয়।

Advertisement
Share.

Leave A Reply