fbpx

বন্দিদের সাজা মওকুফ করেছে মিয়ানমার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৩ হাজার ৩১৪ জন দেশি এবং ৫৫ জন বিদেশি নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল।

বাসস জানায়, ১২ ফেব্রুয়ারি শুক্রবার জেনারেল মিন অং হ্লাইং এর সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যে কোন অপরাধে সাজা প্রাপ্ত ২৩ হাজারেরও বেশি বন্দিদের ক্ষমার অনুমোদন দেয়া হয়। পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে ৫৫ জন বিদেশি বন্দিকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়।

রাষ্ট্রীয় ক্ষমায় মৃত্যুদন্ড প্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, তবে তাদের ৪০ বছরের আগে মুক্তির সম্ভাবনা নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিদ্ধান্তের আগে যারা সাধারণ ক্ষমা পেয়ে মৃত্যুদন্ড থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছেন, তারা এই নির্দেশের বাইরে থাকবেন। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৫০ বছর করা হয়েছে এবং ৪০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ এক চতুর্থাংশ হ্রাস করা হয়েছে।

উল্লেখ্য, ১লা ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ট, স্টেট কাউন্সিলর অং সান সু চি ও তার দল এনএলডির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। এরপর এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয় মিয়ানমারে।

Advertisement
Share.

Leave A Reply