fbpx

বন্ধ করা হলো ডোনাল্ড ট্রাম্পের ব্লগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্লগ ‘ ফ্রন্ট দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ বন্ধ করে দেওয়া হয়েছে।  চালু হওয়ার ২৯ দিনের মাথায় এটি বন্ধ করে দেওয়া হয় বলে নিশ্চিত করেন ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলার। ওয়েব সাইটটি আর ফিরবে না বলেও জানান তিনি।

মিলার জনান, ‘আমাদের যেসব বৃহত্তর প্রচেষ্টা রয়েছে এবং যা নিয়ে কাজ চলছে, এটি ছিল তার একটি সহায়ক মাত্র।
এর আগে সহিংসতা উস্কে দেওয়া ও ভুয়া তথ্য ছড়ানোর  অভিযোগে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। এরপরই গত ৪ মে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’ নামে ওই ব্লগ উদ্বোধন করেন ট্রাম্প।

বলা হয়েছিল, ওয়েবসাইটটি হবে একটি নতুন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে  ট্রাম্প ও তার সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

তবে এটি বন্ধ করে দেওয়ার পরও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। সমালোচকরা বলছেন, ট্রাম্প হয়তো বুঝতেই পারেননি এটি চালাতে কোন ধরনের অঙ্গীকারের প্রয়োজন পড়ে।

Advertisement
Share.

Leave A Reply