fbpx

বন্যার কারণে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটসহ দেশের কয়েকটি জেলায় বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৯ জুন শুরু হবার কথা থাকলেও আপতত স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

আজ ১৭ জুন (শুক্রবার) দুপুরে এ তথ্য জানিয়েছে তিনি।

এ বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। গত বছরে পরীক্ষার্থী ছিল  ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

Advertisement
Share.

Leave A Reply