fbpx

বন্যায় বিপর্যস্ত ভারত ও নেপাল, প্রাণহানি ১৮০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত ও নেপালে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, রাস্তা, সেতু।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতের উত্তরাখণ্ডে একই পরিবারের পাঁচ জনসহ অন্তত ৫৫ জন মারা গেছে। বুধবার মারা গেছে আরও ৬ জন। কেরালাতে মারা গেছে আরও ৪২ জন। ভারী বৃষ্টি ও বন্যাতে দেখা দিয়েছে ভূমিধস। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

উত্তরখন্ডের জনপ্রিয় পর্যটক কেন্দ্র পর্যটকদের আসতে নিষেধ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। ঋষিকেশ গঙ্গার পানি প্লাবিত হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে।

নেপালের পরিস্থিতিও ভয়াবহ। এখানে অন্তত ৮৮ জনে প্রাণহানি হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলের সাতি গ্রামে দুইদিন ধরে বন্যার পানিতে আটকে থাকা ৬০ জনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

এর মধ্যেই আগামী কয়েক দিনে আরও ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

Advertisement
Share.

Leave A Reply