fbpx

বরগুনায় সুন্দরবন দিবস পালিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বরগুনায় রবিবার ১৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর জানায়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পিভিএ, এনএসএস ও আমতলী প্রেসক্লাবের উদ্যোগে সুন্দরবন দিবস উপলক্ষে ‘সুবন্ধি বাঁচলে, বাঁচবে কৃষক’ স্লোগানে আমতলী উপজেলা শহরে বেলা ১১টায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের মমতাজ বেগম মিলনায়তনে এক সভায় মিলিত হয়।

‘সুন্দরবন বাঁচাও, বাংলাদেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপারস বাংলাদেশ ও ‘আমরা মুক্তিযুদ্ধকে জানি’ এর আয়োজনে এক শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শেখ রাসেল স্কয়ারে সমাবেশে মিলিত হয়। বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে সারাদেশে একযোগে সুন্দরবন রক্ষার ইশতেহার পাঠ করা হয়।

সুন্দরবন দিবসের কর্মসূচিতে পরিবেশকর্মী, উন্নয়কর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন।

Advertisement
Share.

Leave A Reply