fbpx

বৌভাতে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষ, নিহত বরের চাচা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বর-কনে পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনায় নিহত ব্যক্তির নাম আজহার মীর (৬৫)। তিনি বরের চাচা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগে বাবুগঞ্জের সজীব মীরের সঙ্গে রুনা বেগমের বিয়ে হয়। গতকাল বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনে পক্ষ থেকে ৪৮ জন সেই অনুষ্ঠানে যান। খাবারের একপর্যায়ে তাঁদের কয়েকজন মাংস কম দেওয়ার অভিযোগ করেন।

বৌভাতে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষ, নিহত বরের চাচা

অনুষ্ঠান থেকে আটককৃতরা। ছবি : সংগৃহীত

এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। ক্রমে তা হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এক পর্যায়ে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই মারা যান।

চাঁদপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে বরিশাল নগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।

Advertisement
Share.

Leave A Reply