fbpx

বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ হিসেবে বরিশাল-ঢাকা নৌপথে ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকেরা। লঞ্চ দুর্ঘটনার মামলায় চালক রুহুল আমিন ও জামাল হোসেন আদালতে হাজিরা দিতে গেলে ঢাকার মেরিন আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন।

এর প্রতিবাদেই সোমবার (২৫ জানুয়ারি) বেলা ২টার দিকে নৌযান শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দিয়ে পরবর্তীতে তা পালন শুরু করেছেন।

নৌযান শ্রমিক নেতারা জানান, লঞ্চ মাস্টার দু’জনের জামিন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। যদিও তারা যাত্রীদের ভোগান্তি চান না। তারপরও বাধ্য হয়েই এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

তারা আরও জানান, ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী একই কোম্পানির অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দু’টি লঞ্চের সংঘর্ষ হয়েছিল গত বছর শীত মৌসুমে মেঘনায় ঘন কুয়াশার কারণে। তবে, সে দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুই লঞ্চচালকসহ মোট চারজনের লাইসেন্স চার মাসের জন্য জব্দ করা হয়। সেই মামলারই হাজিরা দিতে গিয়ে দু’জন চালককে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান জানিয়েছেন, পূর্বঘোষণা ছাড়াই নৌ শ্রমিকেরা লঞ্চ বন্ধ করে দিয়ে ধর্মঘট ডেকেছেন। তবে, তাদের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply