fbpx

বাংলাদেশসহ ১০টি দেশকে সবুজ তালিকাভুক্ত করল বাহরাইন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাহরাইনে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ আরো ১০টি দেশকে লাল তালিকা থেকে বাদ দিয়ে সবুজ তালিকাভুক্ত করে নির্দেশনা জারি করেছে।

আজ রবিবার (১০ অক্টোবর) থেকে এ নীতি কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ নীতি কার্যকর হওয়ার ফলে, এখন থেকে সবুজ তালিকাভুক্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা দুই ডোজ করোনা টিকা নেওয়া থাকলে সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন।

এমনকি, এসব দেশ থেকে আসা যাত্রীদের ভ্রমণের আগে পিসিআর টেস্টও করাতে হবে না। তারা টিকার সনদ দেখিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন।

তবে যাদের করোনা ভ্যাকসিনের দুই ডোজ টিকা দেওয়া নেই, তাদের ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, সবুজ তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি প্রকাশ করেছেন। নতুন এ নীতি প্রয়োগে যাত্রী ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।

Advertisement
Share.

Leave A Reply