fbpx

বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এমন প্রস্তাবের প্রেক্ষিতে মস্কোর কাছ থেকে অপরিশোধিত তেল কেনা যায় কি-না, তা নিয়ে পর্যালোচনা করছে ঢাকা। সোমবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয় বিদ্যুৎ ভবনে। সেখানেই এ কথা জানান প্রতিমন্ত্রী।

চলতি বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে মস্কোর তেল সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। এতে আন্তর্জাতিক বাজারে কয়েক দফা বাড়ে অপরিশোধিত তেলের দাম। প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১৪০ ডলার হয়ে যায়।

আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি শুরু করে ভারত। চীনও মস্কোর কাছ থেকে বিপুল পরিমান তেল কিনছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে বাংলাদেশকেও তেল রপ্তানির প্রস্তাব দিলো রাশিয়া।

Advertisement
Share.

Leave A Reply