fbpx

বাংলাদেশে ‘জি বাংলার’ সম্প্রচার চালু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় পনের দিন পর বিজ্ঞাপন ছাড়া ক্লিন ফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে, তাদের সম্প্রচার বন্ধ রাখার আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে যায় সরকার। এরই অংশ হিসেবে গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসহ ৬০টির মতো বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে ক্যাবল অপারেটররা।

প্রথমদিকে ক্লিন ফিড দেয়- এরকম কিছু চ্যানেলও সে সময় বন্ধ রাখা হয়। পরে সরকারের হস্তক্ষেপে সেসব চ্যানেল আবার দেখানো শুরু করেন পরিবেশকরা। এই নীতি মেনে এবার জি বাংলাও বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া ‘পরীক্ষামূলক’ সম্প্রচারে ফিরেছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শকরা জানান, তারা দুই সপ্তাহ পর টেলিভিশনে জি বাংলার অনুষ্ঠান দেখতে পারছেন। এই চ্যানেল দেখতে পেরে তাদের মনে খুশির জোয়ার বইছে বলে জানান। অচিরেই তারা সব চ্যানেল দেখার আশা প্রকাশ করেন।

জি বাংলা ছাড়াও বর্তমানে সম্প্রচারে থাকা বিদেশি চ্যানেলগুলোর মধ্যে রয়েছে-বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডাব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র‌্যাংগ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান, আল সুন্না, ট্রাভেল এক্সপি ও দূরদর্শন।

Advertisement
Share.

Leave A Reply