fbpx

বাংলাদেশে ফিরছেন হাথুরুসিংহে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টেস্ট এবং ওয়ানডে দলের প্রধান কোচ হয়ে আবারও বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি থেকে এখনও অফিশিয়ালি কিছু না জানানো হলেও ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ইএসপিএনক্রিকইনফো’ মঙ্গলবার এমন খবরই প্রকাশ করেছে।

সোমবারই গণমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ফেব্রুয়ারির ১৮ থেকে ২০ তারিখের মধ্যেই দলের প্রধান কোচ নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার সকালেই নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছাড়েন হাথুরুসিংহে, নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এমন খবরই জানিয়েছে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস। তখন থেকেই হাথুরুর বাংলাদেশে আসার গুঞ্জন আর জোরদার হয়। নিউ সাউথ ওয়লসের হয়ে ২০১১-২০১৪ পর্যন্ত একদফা কোচিং করিয়েছিলেন হাথুরু। এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় আবারো অস্ট্রেলিয়ান এই রাজ্য দলের সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে কোচিং করিয়েছেন হাথুরুসিংহে। তবে এর আগে তিন ফরম্যাটেই টাইগারদের কোচিং করালেও এবার টি-টোয়েন্টিতে শ্রীধরন শ্রীরামকেই পুনরায় নিযুক্ত করার কথা শোনা যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply