fbpx

বাংলাদেশে ফের চালু হলো আর্জেন্টিনার দূতাবাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ ৪৫ বছর পর রাজধানী ঢাকার বনানীতে ফের খোলা হলো আর্জেন্টিনার দূতাবাস। সোমবার (২৭) ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো দূতাবাসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার ভালোবাসা আছে। যে কারণে আজ এখানে দূতবাস খোলা হলো। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে। এটা শুধু দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়। বরং দেশের জনগণের আবেগেরও বিষয়।

তিনি জানান, ১৯৭৪ সালে বাংলাদেশ আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। কয়েক বছর পর জান্তা সরকারের সময় দূতাবাস বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গিয়েছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সেজন্যই আবারও বাংলাদেশে দূতাবাস চালু করছি।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের জন্য আনন্দের মুহূর্ত, এটি ঐতিহাসিক ঘটনা। অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে। এই দূতাবাসের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। আর্জেন্টিনাও ইতিবাচক সাড়া দেয়। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্কে উন্নত হবে।

Advertisement
Share.

Leave A Reply