fbpx

বাংলালিংক ও স্মার্ট ল্যাবের মধ্যে চুক্তি সই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান স্মার্ট ল্যাবের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় স্মার্ট ল্যাবের কর্মীরা বাংলালিংক-এর কর্পোরেট সংযোগ, এপিআই ভিত্তিক বাল্ক এসএমএস এবং ওটিপি এসএমএস রাউটিং সহ বিবিধ সুবিধা উপভোগ করবেন।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন এবং স্মার্ট ল্যাবের ম্যানেজিং ডিরেক্টর হাসনাইন মোহাম্মদ রিয়াদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বাংলালিংক-এর রুবাইয়াত এ তানজীন বলেন, ‘বাংলালিংক ভবিষ্যতের কথা মাথায় রেখে ডিজিটাল সেবা দিতে চায়। আমরা স্মার্ট ল্যাব ছাড়াও অন্যান্য আধুনিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে তাদের প্রবৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী। আমাদের বিশ্বাস, বাংলালিংক-এর সাথে এই চুক্তির ফলে স্মার্ট ল্যাব উপকৃত হবে।’

স্মার্ট ল্যাবের এমডি হাসনাইন মোহাম্মদ রিয়াদ বলেন, ‘বাংলালিংক দেশের দ্রুততম ফোর-জি মোবাইল ইন্টারনেট দিয়ে ডিজিটাল সেবাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। স্মার্ট ল্যাব বাংলালিংক প্রদত্ত পরিষেবাগুলি ব্যবহার করতে পেরে আনন্দিত।’

Advertisement
Share.

Leave A Reply