fbpx

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) ও ধারা ২৬ (৩) অনুযায়ী তাকে পরবর্তী তিন বছরের মেয়াদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

মুহম্মদ নূরুল হুদার জন্ম ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর, কক্সবাজার জেলায়। তিনি সত্তর দশকের একজন প্রথিতযশা জাতিসত্তার কবি হিসেবেই পরিচিত।

তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। তার লেখা আলোচিত সাহিত্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে; আমরা তামাটে জাতি, স্বাধীন জাতির স্বাধীন পিতা, আমিও রোহিঙ্গা শিশু, হাজার নদীর দেশ, হুদা-কথা, জন্মজাতি ইত্যাদি।

১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

এর আগে নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন নূরুল হুদা। বর্তমানে তিনি নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

Advertisement
Share.

Leave A Reply